ভারত নিউজ , অনলাইন নিউজ, সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME , GOVT. OF INDIA ), MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) .
Sunday, 28 June 2020
দীর্ঘদিন বাদে খুললো নন্দীগ্রামে সিপিএমের অফিস , বিলি হলো ত্রাণসামগ্রী ।
ভারত নিউজ (জেলার পাতা), মেদিনীপুর - দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল খোলা হয় নন্দীগ্রামে সিপিএমের প্রধান কার্যালয়। এদিন সিপিএমের কার্যালয় থেকে করোনা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য ও ত্রাণসামগ্রী দেওয়া হয়। উল্লেখ্য, নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় থেকে সিপিএম কোণঠাসা হয়ে যায় এবং এই পার্টি অফিস বন্ধ হয়ে যায়। এরপর দুএকবার নির্বাচনের আগে অফিস খোলা হলেও কার্যত ওই অফিসে আর তেমন কোনো দলীয় কাজকর্ম হয়না। নন্দীগ্রাম এক নম্বর ব্লক থেকেও সিপিএম নিশ্চিহ্ন হয়ে যায়। এখন চন্ডিপুর লাগোয়া নন্দীগ্রাম দুনম্বর ব্লকের কিছু জায়গায় সিপিএমের অল্পবিস্তর সংগঠন রয়েছে । উল্লেখ্য, আজ নন্দীগ্রামের টেঙ্গুয়াতে সিপিএমের একটি ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করার কর্মসূচি ছিল।
Subscribe to:
Post Comments (Atom)
বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।
কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...

-
কার্বোনারি আন্দোলন - এটি একটি গুপ্ত বিপ্লবী সমিতি । এরা গুপ্তহত্যা ও সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ইতালির ঐক্যসাধনের স্বপ্ন দেখতো । তারা...
-
বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে মূর্তিতে মাল্যদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন বিরসা দরিদ্র মানুষের ত্রাণকর্তা ছিলেন , সমাজের ...
No comments:
Post a Comment