Thursday, 19 March 2020

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির বিরুদ্ধে প্রতিবাদ জানালো মানবাধিকার সংগঠন APDR

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির বিরুদ্ধে প্রতিবাদ জানালো মানবাধিকার সংগঠন এপিডিআর । এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালো বিভিন্ন মহল । যে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল নির্ভয়াকে তার হত্যাকারীদের আদৌ মানবাধিকারের মধ্যে রাখা উচিত কিনা সেই প্রশ্ন উঠছে । অনেকের মতে,  এইধরনের সংগঠনের জন্যই খুনী ও ধর্ষকরা সাহস পেয়ে যায় । নির্ভয়ার ধর্ষকদের বিচারের টালবাহানা নিয়ে দেশবাসী এমনিতেই ক্ষুব্ধ ছিল ।

1 comment:

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...