Tuesday, 17 March 2020

কোরোনা ভাইরাসের প্রকোপ এবার নন্দীগ্রামের চিংড়ি ব্যবসায় ।

 করোনা ভাইরাসের প্রভাব এবার নন্দীগ্রামের চিংড়ি ব্যবসায় । করোনার ফলে বাইরের দেশ ভারতের বাগদা, ভেনামি আমদানি নাও করতে পারে । এরফলে ভেড়িতে পোনা ছাড়তে দ্বিধা করছেন অনেকেই । নন্দীগ্রামের অর্থনীতি বিশেষভাবে নিয়ন্ত্রণ করে ভেড়ি ।

1 comment:

  1. অবিলম্বে এই আতঙ্ক কাটিয়ে উঠতে হবে ।

    ReplyDelete

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...