ভারত নিউজ , অনলাইন নিউজ, সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME , GOVT. OF INDIA ), MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) .
Saturday, 27 June 2020
সবং এর শহীদ সিআরপিএফ জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হবে আজ ।
ভারত নিউজ ( জেলার পাতা) পশ্চিম মেদিনীপুর - অনন্তনাগে পশ্চিম মেদিনীপুরের সবং এর বাসিন্দা শহীদ সিআরপিএফ জওয়ান শ্যামল কুমার দে'র শেষকৃত্য সম্পন্ন হবে আজ তাঁর নিজের গ্রামে। গতকাল কলকাতা বিমানবন্দরে তাঁর মরদেহ এসে পৌঁছায়। এরপর সেটি মেদিনীপুর শহরে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে তাঁর নিজের গ্রামে নিয়ে যাওয়া হবে। সিআরপিএফের দশজন জওয়ান থাকবে। দাহ করার আগে গান স্যালুট দেওয়া হবে। তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যসভার সাংসদ মানস কুমার ভূঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি অন্তরা আচার্য সহ আরো অনেকে।
Subscribe to:
Post Comments (Atom)
বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।
কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...

-
ভারত নিউজ : লকডাউনে সমস্যায় বাংলার কীর্তন শিল্পীরা । বাংলার বহু নারী-পুরুষ এই পেশার সাথে যুক্ত আছেন । তারা কিছুটা পেশাগতভাবে এবং বেশিরভাগট...
No comments:
Post a Comment