Monday, 7 December 2020

মেদিনীপুর শহর বিধানসভা আসনের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি প্রয়াত হলেন ।‌

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর বিধানসভা আসনের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি প্রয়াত হলেন ।‌ তিনি ২০১১ সালে মেদিনীপুর আসন থেকে নির্বাচিত হয়ে বিধায়ক হন । ২০১৬ সালে তিনি পুনরায় বিধায়ক হন । এছাড়া , তিনি খড়গপুর - মেদিনীপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান । রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...