Friday, 26 June 2020

অনন্তনাগে সবং এর বাসিন্দা সিআরপিএফ এ কর্মরত এক জওয়ানের মৃত্যু হল আজ ।

ভারত নিউজ (জেলার পাতা),  পশ্চিম মেদিনীপুর - দক্ষিন কাশ্মীরের অনন্তনাগ জেলার ব্রীজবেহরা এলাকায় আজ বিকেলে  জঙ্গিদের  সঙ্গে  CRPF জওয়ানদের সংঘর্ষে  এক CRPF জওয়ান ও এক চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, CRPF-এর 90নং ব্যাটেলিয়নে কর্মরত মৃত জওয়ান শ্যামল কুমারের  বাড়ি পশ্চিম মেদিনীপুরের  সবংয়ে।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...