ভারত নিউজ , চাঠরা , তমলুক - আজ পূর্ব মেদিনীপুর নেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিত্রা ও হোগলবেড়িয়া গ্রামের প্রায় একশোটি দুঃস্থ পরিবারকে চাল,ডাল,তেল,আলু,মশলা প্রভৃতি খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এই সেবামূলক কাজে উদ্যোগী হন পূর্ব মেদিনীপুর নেটবল অ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক সৌভিক কর , সভাপতি বীরেন জানা , ক্রীড়া শিক্ষক সুমন বৈদ্য , নন্দলাল কর , সুদীপ্ত প্রামাণিক এবং অন্যান্যরা । ( ভারত নিউজ সাহায্য গ্রহণকারীদের ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ) ।
No comments:
Post a Comment