Friday, 17 April 2020

নবম শ্রেণী , ইতিহাস, তৃতীয় অধ্যায়, ইতালির ঐক্য আন্দোলন ।

        কার্বোনারি আন্দোলন - এটি একটি গুপ্ত বিপ্লবী সমিতি । এরা গুপ্তহত্যা ও সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ইতালির ঐক্যসাধনের স্বপ্ন দেখতো । তারা জ্বলন্ত অঙ্গার বহন করতো তাই কার্বোনারি নামে পরিচিত । তবে, অস্ট্রিয় পুলিশের দমন পীড়নের কারণে তারা বেশীদূর এগোতে পারেনি । ১৮৩০ খ্রিস্টাব্দের পর তাদের আর অস্তিত্ব ছিলনা ।
        ইয়ং ইতালি - ইতালির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন যোসেফ ম্যাৎসিনি । তিনি ইয়ং ইতালি গড়ে তোলেন । তিনি ইতালির ঐক্য আন্দোলনে বিদেশী শক্তির সাহায্য নেওয়ার বিরোধী ছিলেন । তিনি বলেন জাতীয়তাবাদ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ইতালির তরুণরা আত্মশক্তির সাহায্যে ইতালির ঐক্যসাধন করবে । ম্যাৎসিনি ছিলেন ভাববাদী । এভাবে তিনি ইতালির ঐক্য আন্দোলনের 'spiritual force' টি গড়ে তোলেন । তিনি ইয়ং ইতালি গড়ে তোলেন । ইয়ং ইতালি ইতালির তরুণদের মধ্যে  জাতীয়তাবাদের সঞ্চার ঘটায় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে । এভাবে, ম্যাৎসিনি ইতালির ঐক্য সাধনের প্রাথমিক ক্ষেত্রটি প্রস্তুত করেন ।
        রিসর্জিমেণ্টো - রিসর্জিমেণ্টো কথাটির অর্থ হলো ইতালির নবজাগরণ । ইতালির বিভিন্ন পত্রপত্রিকায় ইতালির অতীত গৌরবের কথা তুলে ধরা হয় । সেইসঙ্গে দেশপ্রেম জাগরিত করা হয় । 
        ক্যাভুর - ইতালির ঐক্য সাধনের পুরো কাজটি ক্যাভুর সম্পন্ন করেন । ইতালির ঐক্য ছিল ক্যাভুরের কাছে লাইফ ওয়ার্ক । তিনি ছিলেন বাস্তববাদী । তিনি ক্যাভুর নির্দেশিত পথ থেকে সরে এসে ইতালির ঐক্য আন্দোলনে বিদেশী শক্তির সাহায্য নেওয়ার পক্ষপাতী ছিলেন ।১৮৫৮ খ্রীষ্টাব্দে তিনি তৃতীয় নেপোলিয়নের সঙ্গে প্লোমবিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেন । রাশিয়া ও ফ্রান্সের সহযোগিতায় ক্যাভুর ১৮৫৯ খ্রিস্টাব্দে অস্ট্রিয়াকে পরাজিত করেন । পরাজিত অস্ট্রিয়া বিজয়ী শক্তিবর্গের সঙ্গে ভিল্লাফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষর করে । তবে, তখনও ইতালির কিছু স্হান বিদেশী নিয়ন্ত্রিত থেকে যায় । 
       গ্যারিবল্ডি  - গ্যারিবল্ডির হাজার হাজার লালকোর্তা সেনা দক্ষিণ ইটালিতে নামে । তিনি সিসিলি ও নেপলস দখল করেন । এখানে অস্ট্রিয়ার বুরবোঁ বংশের শাসকরা রাজত্ব করতো । সেখানে রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের সেনারা প্রবেশ করে । বুরবোঁ শাসকরা পরাজিত হয় । নেপলস ও সিসিলি ইতালির সঙ্গে সংযুক্ত হয় । ১৮৬১ খ্রিস্টাব্দে রাজা ভিক্টর ইমানুয়েল ইতালির পরবর্তী রাজা হন । ১৮৭০ খ্রিস্টাব্দে ফ্রান্স প্রাশিয়ার কাছে হেরে গেলে ক্যাভুর ভেনিস ও রোম লাভ করে । এভাবে, ইতালির ঐক্য সাধনের কাজটি সম্পন্ন হয় ।
       এখানে যে প্রশ্নগুলো করবে- কার্বোনারি বলতে কি বোঝ, ইয়ং ইতালি কি , রিসর্জিমেণ্টো বলতে কি বোঝ, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি ও ক্যাভুরের ভূমিকা কি ছিল এগুলো করবে । 
      সবাই বাড়িতে থাকবে ও সুস্থ্য থাকবে । হোয়াটস অ্যাপ - 9932881330

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...