Friday, 20 March 2020

রবিবার বাড়িতে থাকতে বলার কারণ করোনা ভাইরাসের চেনটাকে ভেঙে দেওয়া ।

রবিবার প্রধানমন্ত্রী সকলকে বাড়িতে থাকতে বলেছেন । শুধু অত্যাবশ্যক পরিষেবার সাথে যুক্ত কর্মীদের ছাড় দেওয়া হয়েছে । এর তাৎপর্য্য আছে । সময়টা সকাল ৭ টা থেকে রাত্রি ৯ টা । অর্থাৎ মোট ১৪ ঘন্টা । গবেষকদের মতে করোনার জীবাণু ১২ ঘন্টা সক্রিয় থাকে । তাহলে, ঐ ১৪ ঘন্টা আমরা সংস্পর্শ এড়াতে পারলে অন্যের শরীরে সংক্রমিত হতে পারবেনা । ফলে,করোনার চেনটা নষ্ট হয়ে যাওয়া যাবে এবং নতুন করে সংক্রমণ এড়ানো যাবে । সংক্রমিত ব্যাক্তিকে চিকিৎসা করাতে হবে কিন্তু নতুন করে সংক্রমণ আটকাতে চেনটাকে ভাঙতে হবে । তাই, এই প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে ঐদিন ভারতের সমস্ত জনসাধারণকে সহযোগিতা করতে হবে । রবিবার দিনটিকে বেছে নেওয়া হয়েছে কারণ ঐদিন প্রায় সবার ছুটি থাকে তাই প্রশাসন অচল হয়ে যাবেনা । বিপুল জনসংখ্যার দেশ ভারতে এই সংক্রমণ এখনই রোধ করতে না পারলে স্বাস্হ্য কাঠামো ভেঙে পড়বে । করোনা নিয়ে নেতিবাচক মন্তব্য বা রসিকতা , ট্রোল করবেননা কারণ দেশের সংকটজনক পরিস্থিতিতে সকলকে সতর্ক হতে হবে ।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...