Thursday, 19 March 2020

দুরারোগ্য চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন ।

পাঁশকুড়ার বাসিন্দা দিশা সামন্ত বয়স মাত্র 12 বছর । পিতা অসীম কুমার সামন্ত । লিভার সমস্যায় গত দুই মাস ধরে দিল্লিতে ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে । আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে লিভার প্রতিস্থাপন করা হবে যেটার জন্য প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা প্রয়োজন ।  আপনাদের সবার কাছে আর্থিক সহযোগিতা কামনা করি , যাতে দিশা ভালোভাবে বাড়ি ফিরে আসে । 
নিচে দেওয়া অ্যাকাউন্টে যথাযথভাবে আপনারা আর্থিক সাহায্য করে দিশাকে আগামীদিনের দিশা দেখান ।
G PAY / PHONE PAY 👉 9434414085
BANK A/C NO 👇
NAME - ASIM KUMAR SAMANTA / SHEFALI SAMANTA ( MANDAL )
A/C NO - 911010008105143, IFSC - UTIB0001300,AXIS BANK ,PANSKURA. 

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...