Saturday, 21 March 2020

পাঁশকুড়ার বটতলা বাজারে আলুর কালোবাজারি আটকাল পাঁশকুড়া থানার পুলিশ ।

পাঁশকুড়ার পুরুষোত্তমপুর লাগোয়া বটতলা হাটে গতকাল আলুর খুচরো ও পাইকারি বিক্রিতে কালোবাজারি , মজুতদারি ও অধিক দামে বিক্রির চেষ্টা চলছিল । শুক্রবার ও সোমবার বিকেলে এখানে হাট বসে । খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় । পুলিশ ব্যবসায়ীদের ২০ টাকা মূল্যের মধ্যে আলু বিক্রির নির্দেশ দেয় এবং একজনকে বেশি করে বিক্রি না করে সবাইকে অল্প অল্প বিক্রি করতে বলে । উল্লেখ্য, উদ্ভুত পরিস্থিতিতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কালোবাজারি করার চেষ্টা করছে । তবে, প্রশাসন এবারে সক্রিয় থাকায় মানুষ কিছুটা স্বস্তিতে আছে । প্রতীকি ছবি 

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...