Friday, 10 April 2020

লকডাউনে সমস্যায় কীর্তন শিল্পীরা ।

ভারত নিউজ : লকডাউনে সমস্যায় বাংলার কীর্তন শিল্পীরা । বাংলার বহু নারী-পুরুষ এই পেশার সাথে যুক্ত আছেন । তারা কিছুটা পেশাগতভাবে এবং বেশিরভাগটাই নেশা বা ভালোবাসার টানে আসেন । লকডাউন ঘোষিত হওয়ার কিছুদিন আগে থেকেই বেশি সংখ্যক মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয় । তখন থেকেই ধর্মীয় কাজকর্মে ব্যাঘাত ঘটতে থাকে । ফলে কীর্তনের আসর বসাও বন্ধ হতে শুরু করে । গ্রামবাংলায় কীর্তন খুবই জনপ্রিয় । পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় মানুষের মনের সাথে কীর্তনের একটা অদ্ভুত টান রয়েছে । কীর্তনের আসর কীর্তনীয়া ও কীর্তন শ্রোতাদের মধ্যে এক নিবিড় মেলবন্ধন ঘটায় । বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে গ্রামবাংলায় প্রায়শই কীর্তনের আসর বসে । কিন্তু অনির্দিষ্টকালের লকডাউন তাদের পেশা , তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছে । নতুন বায়না আশাতো দূরঅস্ত পুরাতন বায়নাগুলিও এই মুহূর্তে স্থগিত হয়ে গেছে । লকডাউন উঠে গেলেও গ্রাম বাংলার অর্থনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে করে আবার কবে কীর্তনের আসর বসানোর মতো পরিস্থিতি আসবে কীর্তনীয়ারা সেটা ভেবেই কুল পায়না । দিনরাত ভগবানের নাম জপই তাদের সাধ্যসাধনা । সেই ভগবান কবে আবার তাদের প্রতি সদয় হবে ও মুখ তুলে চাইবে তা কেউ জানে না । পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ পুরুষ ও মহিলা কীর্তনের কাজের সাথে যুক্ত । গ্রাম বাংলার কীর্তনের শ্রোতারাও জানেনা কবে আবার তাদের গ্রামে কীর্তনের আসর বসবে ।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...