ভারত নিউজ - করোনা সংকট থেকেই সুরাহা দেওয়ার জন্য ঋণগ্রহীতাদের তিনমাস ইএমআই দিতে হবে না বলে কেন্দ্র সরকার ঘোষণা করেছিল কিন্তু এই ঘোষণাতেই ঋণগ্রহীতারা আরো সিঁদুরে মেঘ দেখছেন কারণ তিন মাসের জন্য মুকুব করা হয়নি বলা হয়েছে তিন মাস বাদে দিলে চলবে কিন্তু আদতে এতে অনেক বেশি চাপ পড়বে ঋণগ্রহীতাদের কাছে যেটা মাসে মাসে তাদের দিতে হতো তিন মাস বাদে সেটা গিয়ে অনেক বেশি পরিমাণে দাঁড়াবে তাই এক্ষেত্রে সরকার দুটি অপশন রাখতে পারতো কারণ সকলে তো বলেনি তারা ইএমআই দিতে পারবেনা । তাহলে যে করোনা সঙ্কটের সময়ও ইএমআই দিতে সক্ষম সে কেন তিন মাসের বোঝা একসাথে নিতে যাবে এটা খুব অকাট্য যুক্তি । সে ক্ষেত্রে যারা আবেদন করতো আমরা ইএমআই দিতে পারছিনা শুধু তাদের ক্ষেত্রেই ওটা প্রযোজ্য হলেই হতো ।এছাড়াও রয়েছে আরো সমস্যা , তিন মাস বাদে একসাথে দিতে গেলে সুদের বোঝা কমানোর কথা বলা হয়নি । এছাড়া ,তিন মাসের ইএমআই মুকুব এর জন্য অনলাইনে আবেদন করতে হবে ঋণগ্রহীতাকে যেটি বেশ জটিল পদ্ধতি । সেক্ষেত্রে বাড়িতে কম্পিউটার নেই যার বা অনলাইনের কাজে অভ্যস্ত নয় যে তাকে সাইবার কাফেতে গিয়ে করতে হবে । লকডাউনের কারণে এই মুহূর্তে সাইবার ক্যাফেও বন্ধ । তাই সরকারের এই ইএমআই তিনমাস মুকুবের ঘোষণায় কারোরই বিশেষ আগ্রহ বা উৎসাহ নেই ।

No comments:
Post a Comment