Tuesday, 7 April 2020

নেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিলি ।

ভারত নিউজ : পূর্ব মেদিনীপুর নেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ রামতারক , চাঠরা প্রভৃতি এলাকায় নাগরিকদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিলি করা হয় । উল্লেখ্য , তমলুক সংলগ্ন বল্লুক গ্রামেই কোভিড - ১৯ রোগী পাওয়া গিয়েছে এবং এরপর থেকে ওই গ্রামের বহু বাসিন্দাকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে । ফলে এই সমস্ত এলাকার নাগরিকদের মধ্যে একটা আতঙ্ক আছেই । এই কারণে সংগঠনের পক্ষ থেকে এলাকার নাগরিকদের সচেতন করা এবং মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার বিলি করার উদ্যোগ নেওয়া হয় । সেই সঙ্গে জমায়েত নাকরে কিভাবে দাঁড়াতে হবে সে ব্যাপারেও সচেতন করা হয় । সংগঠনের পক্ষ থেকে বলা হয় দেশের এই মহামারীর সময়ে আমাদের একটি নৈতিক কর্তব্যবোধ থেকেই যায় । সেই কর্তব্যবোধ এবং মানবিকতাবোধ থেকেই আমরা আজ এই উদ্যোগ নিয়েছিলাম ।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...