Wednesday, 18 March 2020

পাঁশকুড়া হাট কয়েক সপ্তাহের জন্য বন্ধ ।

পাঁশকুড়ার দক্ষিণ গোপালপুরে বুধবার ও রবিবার  যে হাট বসে তা আপাততঃ কয়েকদিনের জন্য বন্ধ থাকবে । আজ এই ঘোষণা করা হয়েছে । কিন্তু, করোনার মোকাবিলা চিকিৎসকদের পরামর্শ মতো করা হবে । এভাবে, বাজার বন্ধ রাখলে মানুষ খাবে কি ? এই বাজারে পসরা নিয়ে বসা অজস্র মানুষের জীবিকার কি হবে ? ঘরবন্দি হয়ে কি সমস্যার মোকাবিলা করা যায় ? অর্থনীতি , জীবিকা , প্রশাসনকে এড়িয়ে থেকে কিছু কি করা যায় ? প্রতীকি ছবি ।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...