Tuesday, 17 March 2020

নন্দীগ্রামে ব্রিজের রেলিং ভাঙা ।

 নন্দীগ্রাম দু নম্বর ব্লকে টাইডাল খালের ওপর নির্মিত বড়পুলের একদিকের রেলিং ও ফুটপাথ দীর্ঘদিন ভাঙা অবস্হায় আছে । এরফলে , পথচারীদের যাতায়াতে সমস্যা হয় । নন্দীগ্রাম ও চন্ডীপুরের মধ্যে সংযোগকারী এই পুলটি যাতে দ্রুত মেরামত করা হয় সেব্যাপারে কর্তৃপক্ষ উদ্যোগী হোক ।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...