Thursday, 16 April 2020

প্রাথমিকের ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে ক্লাস করাচ্ছেন পাঁশকুড়ার ' শিক্ষারত্ন ' শিক্ষিকা দুর্গারাণী দে ।

        ভারত নিউজ , পাঁশকুড়া - প্রাথমিকের ছাত্রছাত্রীদের বাড়িতে বসে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন পাঁশকুড়ার নারান্দা নিউ প্রাইমারি স্কুলের শিক্ষিকা শিক্ষারত্ন দুর্গারাণী দে । ফেসবুকে সার্চিং করতে হবে DURGA RANI DEY , Durga Dey , হোয়াটস অ্যাপ নম্বর - 9434571411 , 9732550389 . ইউটিউবে Durga Dey . প্রাথমিকের সমস্ত বিষয় তিনি অনলাইনে পড়াচ্ছেন । উল্লেখ্য, তাঁর একমাত্র পুত্র চিকিৎসক । দেশের সংকটের সময় পুত্র চিকিৎসার কাজে লিপ্ত রয়েছেন এবং তিনি অনলাইনে শিক্ষকতার কাজে যুক্ত আছেন । পতি সমীর কুমার মন্ডল পাঁশকুড়া ব্রাডলী বার্ট হাইস্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক । এছাড়া, তিনি সমাজসেবার কাজেও যুক্ত থাকেন । অনাড়ম্বর, সাদামাঠা জীবনযাপনে অভ্যস্ত এই শিক্ষিকা স্কুল হোক বা বাড়ি ছাত্রছাত্রীদের জন্যই অধিকাংশ সময়টা ব্যয় করেন ।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...