Sunday, 22 March 2020

খুদেদের কাঁসর ধ্বনি পাঁশকুড়ায় ।

ভারত নিউজ : প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সারা দেশের সাথে পাঁশকুড়ার একটি পাড়ায় খুদেরা কাঁসর বাজালো । আসলে, এটার মাধ্যমে তারা দেশকে বার্তা দিল করোনা মহামারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের । ঘন্টাধ্বনিতে করোনার ভাইরাস মরেনা কিন্তু ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে সকল নাগরিককে ঐক্যবদ্ধ লড়াইতে সামিল করতে একটা উপলক্ষ্য দরকার । কাঁসর সেই কাজটা করেছে । সেইসঙ্গে, সারা দেশ ও বিশ্ববাসীকে আরো জাগিয়ে তুললো কারণ করোনার কোনও ওষুধ এখনও আবিষ্কার হয়নি, সচেতনতাই একমাত্র ওষুধ । তাই, কাঁসরের প্রতি নেতিবাচক মন্তব্য বা রসিকতা নাকরে এটাকে একতা বা সচেতনতা হিসেবে সবাই দেখুক । মাতঙ্গিনী হাজরা শাঁখ বাজিয়েছিলেন ।শাঁখের ধ্বনিতে ইংরেজ পালিয়ে যায়নি কিন্তু মানুষের মধ্যে উদ্দামতা জেগে উঠেছিল ও মানুষ দলে দলে এসে যোগদান করেছিল । বিদ্যালয় শুরুর আগে প্রার্থনা অনেকটা একতা গড়ে তোলার জন্যই । চিত্র - কুশাংকু সাঁতরা ।

1 comment:

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...