ভারত নিউজ , অনলাইন নিউজ, সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME , GOVT. OF INDIA ), MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) .
Sunday, 22 March 2020
পর্ষদের খাতা দেখার সময় বাড়ানোর আর্জি শিক্ষক সংগঠনের ।
ভারত নিউজ : করোনা সংক্রান্ত উদ্ভুত পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সময় বাড়ানোর ও আপাততঃ খাতা আনতে যাওয়া ও দিতে যাওয়ার প্রক্রিয়া স্হগিত রাখার আবেদন জানালো শিক্ষক সংগঠনগুলি । এই মূহূর্তে লক ডাউন রাজ্যে, যতটা সম্ভব বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, খাতা দেওয়া নেওয়ার ফলে প্রধান পরীক্ষকের বাড়িতে ভিড় করা, রাস্তাঘাটে যানবাহনের অভাব ফলে করোনা নিয়ে বিপদ বা ঝুঁকি বাড়ার আশঙ্কা । তাছাড়া, উচ্চ মাধ্যমিকের কয়েকটি পরীক্ষা ১৫ ই এপ্রিল পর্যন্ত স্হগিত করে দেওয়ায় ফলপ্রকাশ এমনিতেই বিলম্ব হবে । তাই, এইমূহুর্তে নতুন করে খাতা দেওয়া ও নেওয়ার কাজ স্হগিত রাখার আবেদন জানাচ্ছে শিক্ষক সংগঠনগুলি ও শিক্ষক শিক্ষিকারা ।
Subscribe to:
Post Comments (Atom)
বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।
কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...

-
কার্বোনারি আন্দোলন - এটি একটি গুপ্ত বিপ্লবী সমিতি । এরা গুপ্তহত্যা ও সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ইতালির ঐক্যসাধনের স্বপ্ন দেখতো । তারা...
No comments:
Post a Comment