Saturday, 28 March 2020

লকডাউনের সময় আপনার পাশে অ্যাপোলো ফার্মেসী । দেবে ভিডিও কলিং এ চিকিৎসকের পরামর্শ ও ওষুধের ফ্রি হোম ডেলিভারি ।

ভারত নিউজ : লকডাউন । ওষুধের প্রয়োজন । বাইরে যেতে দ্বিধা বোধ করছেন । শরীরটা অসুস্থ বোধ করছেন । ডাক্তারের কাছে গেলে ভালো হত । কিন্তু যাবেন কিভাবে ? গাড়িতো বন্ধ । আপনার সাহায্যের জন্য এগিয়ে এলো অ্যাপোলো ফার্মেসী । অ্যাপোলো ফার্মেসী আপনার বাড়িতে পৌঁছে দেবে ফ্রি হোম ডেলিভারি । আপনাকে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে । অ্যাপটির নাম অ্যাপোলো 24 ×7 । এই অ্যাপের মাধ্যমে অ্যাপোলোর ডাক্তারদের সঙ্গে ফ্রিতে ভিডিও কলিং করে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন । এছাড়া, ঐ অ্যাপের মাধ্যমে ওষুধের অর্ডারও দিতে পারবেন । ওষুধ পৌঁছে যাবে আপনার বাড়িতে ।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...