Saturday, 28 March 2020

ভারত নিউজের পক্ষ থেকে সকলকে আবার একবার আবেদন ।

 ভারত নিউজ এর পক্ষ থেকে সকলকে আবার একবার আবেদন ।
           ভারত নিউজ এর পক্ষ থেকে সকলকে আবার একবার আবেদন করোনা পরিস্থিতির মোকাবেলা করার জন্য লকডাউন আইন আপনারা যথাযথভাবে মেনে চলুন । ভারতবর্ষের মতো দেশে করোনা যদি স্টেজ থ্রিতে  চলে যায় তখন তার সংক্রমণ হবে ভয়াবহ কারণ এখানে জনঘনত্ব অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এবং তখন পরিস্থিতি সামলানো এক প্রকার অসম্ভব হয়ে যাবে । আপনারা বাড়ির বাইরে যাবেন না অকারনে । অত্যাবশ্যক পণ্য কেনার জন্য বাড়ির একজন বাজারে যান এবং যতটুকু সময় থাকা দরকার ততটুকু সময় থাকুন । এই লড়াই আপনি লড়ছেন আপনার নিজের জন্য , পরিবারের জন্য , এবং দেশের জন্য তাই এই লড়াইতে জয়ী হওয়ার জন্য সকলে মিলে শপথ করুন আপনারা লকডাউন আইন আন্তরিকভাবে মেনে চলবেন ।না চললে  করোনা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাবে । সরকার কিন্তু তখন হাত গুটিয়ে বসে থাকবে না সেক্ষেত্রে আধাসামরিক বাহিনীকে রাস্তায় নামাবে । আধা সামরিক বাহিনী কিন্তু আরো কঠোরভাবে দমন করতে পারে । কিন্তু আমরা চেতনা সম্পন্ন মানুষ সেই পরিস্থিতির দিকে নিয়ে যাব কেন , আসুন আমরা সবাই যাতে দায়িত্ব সহকারে লকডাউন আইন পালন করে করোনা সংক্রমণ রোধ করতে পারি সেজন্য সচেষ্ট হই ।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...