Saturday, 21 March 2020

বন্ধ হয়ে গেল মনসা মন্দিরের বাৎসরিক মেলা ।

জকপুর মাদপুর মনসা মন্দিরে বাৎসরিক মেলা ও লোকসমাগম এবছর বন্ধ রাখা হচ্ছে করোনা সতর্কতার কারণে । উল্লেখ্য , বাৎসরিক মেলায় লক্ষাধিক লোকের সমাগম হয় । এছাড়া, ১৫ ই এপ্রিল পর্যন্ত মন্দিরের প্রতিদিনের পুজো ও দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করা হয়েছে । আগামী বছর থেকে প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার যে বাৎসরিক হয় তা যথারীতি চলবে ।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...