Thursday, 26 March 2020

করোনা কুকীর্তির স্রষ্টা চীনা কমিউনিস্ট সরকার তাই কি এদেশের কমিউনিস্টরা নীরব ?

ভারত নিউজ : করোনা ভাইরাস সংক্রমণ এই কুকীর্তির স্রষ্টা পুরোপুরি চীনের কমিউনিস্ট সরকার । এর সাথে মার্কিন সাম্রাজ্যবাদ বা নরেন্দ্র মোদির ' অসহিষ্ণু ' সরকারের কোন দায় নেই । ভারতের কমিউনিস্ট দলগুলি কথায় কথায় মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক এই ধ্বনি তোলে আর মোদী সরকার তো তাদের কাছে প্রতিমুহূর্তে অসহিষ্ণু সরকার । অথচ চীনের করোনা কুকীর্তিতে বিশ্ব আজ বিপন্ন , অর্থনীতি ধ্বংসের মুখে , বিপন্ন মানবসমাজ , মানুষ রুজি-রোজগার হারাচ্ছে , খাদ্যের সন্ধানে রাস্তাঘাটে বেরোলেই পুলিশের লাঠিচার্জের মুখে মানুষ - সমস্ত কিছুর মূলে চীনের কমিউনিস্ট সরকার  অথচ আশ্চর্যজনক ভাবে এদেশের কমিউনিস্ট  দলগুলি এখনও পর্যন্ত চীনের বিরুদ্ধে একটা বাক্যও খরচ করেনি , অদ্ভুতভাবে তারা নীরব । অর্থাৎ সারাবিশ্বে কমিউনিস্ট দলগুলির অস্তিত্ব টিকিয়ে রাখাই তাদের একমাত্র দায়িত্ব মানুষের প্রতি কোন দায়িত্ব তাদের নেই । যে এস ইউ সি আই কমিউনিস্ট পার্টি সবসময় আদর্শের কথা বলে , মানুষের কথা বলে সেই দলটিও মানুষের মৃত্যুর মিছিল দেখেও চীনের বিরুদ্ধে নীরব । এখন প্রমাণ হয়ে গিয়েছে চিনও একটি সাম্রাজ্যবাদী দেশ । সারা বিশ্বকে দুর্বল করে চীনের আধিপত্য বিস্তার করতে তারা এই করোনা ভাইরাসের খেলাটি খেলেছে আর ভারতের কমিউনিস্ট দলগুলোর কাছে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক কিন্তু চীনা সাম্রাজ্যবাদ এগিয়ে যাক এটাই তাদের নীতি । ভারতের কমিউনিস্ট দলগুলি প্রতিমাসে আমেরিকার প্রেসিডেন্টের কুশপুতুল পোড়ায় , ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ায় কিন্তু একবারও কি চীনা প্রেসিডেন্টের কুশপুতুল পুড়িয়েছে উত্তর দিক ভারতের কমিউনিস্ট দলগুলি । এই প্রশ্ন এবার ভারতের আপামর জনগণ কমিউনিস্টদের করবে । উত্তর দেওয়ার জন্য কমিউনিস্ট দলগুলি প্রস্তুত থাকুক । এর আগে ভারত-চীন যুদ্ধে ভারতের কমিউনিস্ট দলগুলি চীনের পক্ষ নিয়েছিল । তখনই তারা প্রমাণ করে দিয়েছিল তারা দেশদ্রোহী আর এখন প্রমাণ করে দিচ্ছে তারা মানবসভ্যতা বিরোধী । চীন বরাবরই ভারতের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে গিয়েছে , ভারতের চিরশত্রু পাকিস্তানকেও বিভিন্নভাবে মদত দিয়ে গিয়েছে সবকিছুতেই নীরব থেকেছে ভারতের কমিউনিস্ট দলগুলি । করোনার মত মহামারীতে ইতালির যে অবস্থা হয়েছে ভারতেরও যদি একই অবস্থা হতো ( যদিও হবেনা ভারতবাসী আটকে দেবে ) এদেশের কমিউনিস্ট সর্মথকরা কি পার পেয়ে যেত , তাদেরকে কি চীন করোনার টিকা আগেই দিয়ে রেখেছিল ?

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...