ভারত নিউজ , অনলাইন নিউজ, সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME , GOVT. OF INDIA ), MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) .
Wednesday, 25 March 2020
লকডাউন আইন মানবিকভাবে প্রযোজ্য হোক ।
ভারত নিউজ : লকডাউন আইন মানবিকভাবে প্রযোজ্য হোক । করোনা ভাইরাসকে আটকাতে লকডাউন খুব দরকার ছিল এবং এজন্য জমায়েত ভাঙাটা দরকার । তবে , অনেক জায়গা দেখা যাচ্ছে একা একা বা দুজন যাচ্ছে সেখানেও পুলিশ লাঠিচার্জ করছে । হয়তো কেউ নিত্য প্রয়োজনীয় খাবার কিনতে যাচ্ছে , এরকম বিষয়গুলিকে পুলিশ প্রশাসন মানবিকভাবে দেখুক । কোথাও দোকানে ভিড় থাকলে মানুষ যাতে দূরত্ব সহকারে দাঁড়ায় পুলিশ সেগুলো দেখুক । পুলিশ বিশেষভাবে জোর দিক চায়ের দোকানের আড্ডা , সন্ধ্যাবেলার তাসের আড্ডা এগুলোতে । ওষুধ আনতে গেলে প্রেসক্রিপশন দেখানোর সুযোগ দেওয়া হোক । উল্লেখ্য , অত্যাবশ্যক খাদ্য , ওষুধ এগুলো ছাড় দেওয়া হয়েছে ।
Subscribe to:
Post Comments (Atom)
বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।
কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...

-
ভারত নিউজ : লকডাউনে সমস্যায় বাংলার কীর্তন শিল্পীরা । বাংলার বহু নারী-পুরুষ এই পেশার সাথে যুক্ত আছেন । তারা কিছুটা পেশাগতভাবে এবং বেশিরভাগট...
No comments:
Post a Comment