Thursday, 19 March 2020

রবিবার জনতা কারফিউ পালন করতে বললেন প্রধানমন্ত্রী ।

রবিবার খুব এমারজেন্সি ছাড়া জনতাকে ঘর থেকে বের হতে বারণ করলেন প্রধানমন্ত্রী । তবে, জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মীদের ছাড় দেওয়া হয়েছে । সম্ভবতঃ, একদিন সবাইকে বাড়ির মধ্যে রেখে করোনার সংক্রমণকে বন্দী করার চেষ্টা করা হচ্ছে ।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...