Sunday, 12 April 2020

লকডাউনে পাঁশকুড়ায় অসহায় মানুষের পাশে মহৎপুরের মুন্সী দম্পতি ।

ভারত নিউজ , পাঁশকুড়া : লকডাউনে পাঁশকুড়ায় অসহায় মানুষের পাশে মহৎপুর গ্রামের মুন্সী দম্পতি । পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা শ্রীমতি সুনীতা মুন্সি ও ব্লক তৃণমূল এর কার্যকরী সভাপতি গুরুপদ মুন্সি লকডাউনের পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়ান  এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন । চাল, ডাল ,আলু , পেঁয়াজ, ভোজ্যতেল ,লবন, সবজি  এবং হ্যান্ড স্যানিটাইজার প্রভৃতি বিতরণ করেন। কয়েকদিন ধরে বেশ কয়েকটি গ্রামের মানুষদের তাঁরা বিতরণ করেন । নস্করদীঘি , জানাবাড় ,শাঁখটিকরি ও মহৎপুর গ্রাম সহ বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরন করেন ।  প্রায় পাঁচশো পরিবারকে তাঁরা সহায়তা করেন । গুরুপদবাবুর রাজনীতিতে আসা ছাত্রজীবনে কলেজে পড়ার সময় তৃণমূল ছাত্র পরিষদের হাত ধরে । তাঁর স্ত্রীর রাজনীতিতে হাতেখড়ি স্বামীর হাত ধরে । মুন্সী দম্পতি এখন পুরোপুরি রাজনীতি ও জনসেবার কাজে যুক্ত । গুরুপদবাবু  বলেন বিগত দিনেও মানুষের পাশে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও নিজের সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে দ্বিধা  করবোনা।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...