ভারত নিউজ , অনলাইন নিউজ, সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME , GOVT. OF INDIA ), MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) .
Saturday, 21 March 2020
স্বাস্থ্যকর্মীদের রাতের অস্থায়ী বিছানা হাসপাতালের টেবিল ।
স্বাস্থ্যকর্মীদের রাতের অস্থায়ী বিছানা হাসপাতালের চেয়ার বা টেবিল । করোণা সতর্কতায় সাধারণ মানুষ যখন বাড়ির নিরাপদ স্থানে রয়েছে তখন হাসপাতালের ডাক্তার , নার্স , টেকনিশিয়ান ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা দিবারাত্র জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন।কাজের মাঝে হাসপাতালের চেয়ার , টেবিলে সাময়িক শরীরের ক্লান্তি মিটিয়ে নিচ্ছেন । উল্লেখ্য , করোনার কোনও ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি । সতর্ক থাকা এবং নিরাপদ জায়গায় থাকাই আপাতত এর একমাত্র ওষুধ কিন্তু স্বাস্থ্যব্যবস্থার সাথে যুক্ত ব্যক্তিগণ এর আওতার বাইরে ।
Subscribe to:
Post Comments (Atom)
বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।
কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...

-
কার্বোনারি আন্দোলন - এটি একটি গুপ্ত বিপ্লবী সমিতি । এরা গুপ্তহত্যা ও সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ইতালির ঐক্যসাধনের স্বপ্ন দেখতো । তারা...
No comments:
Post a Comment