চিত্র- Subhasis Pradhan ও Prasenjit Samanta
ভারত নিউজ , অনলাইন নিউজ, সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME , GOVT. OF INDIA ), MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) .
Saturday, 21 March 2020
জনতা কারফিউতে পাঁশকুড়া ।
জনতা কারফিউতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিল পাঁশকুড়াবাসী । পাঁশকুড়া বাস স্ট্যান্ড এবং স্টেশন রোড শুনশান । করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য জনগণ সচেতন নাগরিকের ভূমিকা পালন করছেন। প্রায় সব দোকান, যানবাহন বন্ধ রয়েছে। মানুষ একটা কথাই বলছেন আগে প্রাণে বেঁচে থাকি ,তারপর সবকিছু । আপনিও সচেতন নাগরিকের ভূমিকা পালন করুন ও বাড়িতেই থাকুন। আমরা অবশ্যই জয়ী হব।
Subscribe to:
Post Comments (Atom)
বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।
কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...

-
কার্বোনারি আন্দোলন - এটি একটি গুপ্ত বিপ্লবী সমিতি । এরা গুপ্তহত্যা ও সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ইতালির ঐক্যসাধনের স্বপ্ন দেখতো । তারা...
No comments:
Post a Comment