ভারত নিউজ , অনলাইন নিউজ, সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME , GOVT. OF INDIA ), MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) .
Monday, 23 March 2020
লকডাউনের আওতায় পাঁশকুড়া ও এগরা পুরসভা ।
ভারত নিউজ : অবশেষে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও এগরা পুরসভাকে লক ডাউনের আওতায় নিয়ে আসা হল । প্রথম বিজ্ঞপ্তিতে এই দুই পুরসভায় লক ডাউন না থাকায় অনেকেই বিধিনিষেধ মানছিলনা । প্রশাসনও কঠোর ব্যবস্থা নিতে পারছিলনা । পাঁশকুড়ার নাগরিকেরা অনেকেই পাঁশকুড়াকে মহামারি থেকে বাঁচাতে লক ডাউন চেয়েছিলেন । ভারত নিউজও প্রশাসনের কাছে বার্তা পাঠিয়েছিল । সরকার সিদ্ধান্ত নেয় আজ দুপুর দুটো থেকে লক ডাউন করা হবে । জেলা প্রশাসন এই মর্মে অর্ডার জারি করেছে ।
Subscribe to:
Post Comments (Atom)
বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।
কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...

-
ভারত নিউজ : লকডাউনে সমস্যায় বাংলার কীর্তন শিল্পীরা । বাংলার বহু নারী-পুরুষ এই পেশার সাথে যুক্ত আছেন । তারা কিছুটা পেশাগতভাবে এবং বেশিরভাগট...
No comments:
Post a Comment