Tuesday, 24 March 2020

বাড়ির পরিচারিকাদের ছুটি দিয়ে নিজের কাজ নিজে করুন । নিজেকে ও দেশকে বাঁচান ।

ভারত নিউজ : আপাততঃ বাড়িতে নিজের কাজ নিজে করুন , পরিচারিকাদের ছুটি দিন । কিন্তু , এখনও অনেকে বাড়ির পরিচারিকাদের ছুটি দেননি । তাদের দিয়ে কাজ করাচ্ছেন । সরকার প্রাইভেট সেক্টর , অসংগঠিত ক্ষেত্র ছুটি দিতে বলেছিল তাদের কাজ ও বেতন সুরক্ষিত রেখে । বাড়ির পরিচারিকাদের অনেকে সবেতন ছুটি দিয়ে দিলেও অনেকেই এখনও তাদের দিয়ে কাজ করাচ্ছেন । এর পরিণতি হবে মারাত্মক । অধিকাংশ ক্ষেত্রে বাড়ির পরিচারিকারা একাধিক বাড়িতে কাজ করেন যা করোনা ভাইরাস ছড়ানোর জন্য আদর্শ উপকরণ । তাদেরকে তো বাড়ি থেকে রাস্তায় আসতে হচ্ছেই সেইসঙ্গে এর ঘর ওর ঘর হয়ে ভাইরাস ছড়ানোর উপযুক্ত বাহক হয়ে কাজ করছে । হতেই পারে রাস্তায় তার মুখে ভাইরাস প্রবেশ করলো বা সে আক্রান্ত  কারোর ঘরে গিয়ে ভাইরাসের বাহক হলো তারপর আপনার ঘরে করোনাকে অতিথি করে নিয়ে এলো । সঙ্গে সঙ্গে আপনিতো বুঝতে পারবেননা তাই ওদের কাজ থেকে আপাততঃ সবেতন ছুটি দিন । ওদের নিরাপদ রাখুন, নিজেকে নিরাপদ রাখুন, দেশকে নিরাপদ রাখুন । নিজের কাজ নিজে করুন কয়েকদিন । যারা একান্ত শারীরিকভাবে অক্ষম তাদের ব্যাপারটা ব্যতিক্রমী । যাদের বাড়িতেই কাজের মেয়ে সবসময় থাকে তারা রাখতে পারেন তবে তাদের বলুন এখন বাড়িতে যাওয়া যাবেনা বা বাড়ির লোকের দেখা করতে আসা যাবেনা ।

No comments:

Post a Comment

বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।

কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে  এক সাথে বসানো হল  দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...