ভারত নিউজ , অনলাইন নিউজ, সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME , GOVT. OF INDIA ), MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) .
Sunday, 22 March 2020
করোনা নিয়ে ট্রোল , জোকস্ , কার্টুন , ছড়া , রসিকতা করবেননা । দেশে ভয়ঙ্কর দুর্দিন আসছে । সবাই সচেতন হোন ।
ভারত নিউজ : করোনা ভাইরাস নিয়ে কোনও নাগরিক ট্রোল, জোকস্, ছড়া, কার্টুন, রসিকতা করবেননা । দেশে এক ভয়ঙ্কর দুর্দিন আসছে । এই দুর্দিনে সকলকে একজোট হয়ে লড়াই করতে হবে । করোনা নিয়ে প্রতি মূহুর্তে ট্রোল করলে এর গুরুত্ব হারিয়ে যাবে । যারা এখনও সচেতন হননি তাদের সতর্ক করা যাবেনা । অনেকেই মজা ভেবে ব্যাপারটা সহজ করে নেবে । বুলবুল ঝড়ের সময়ও নেটিজেনদের একাংশ ট্রোল করেছিলেন । নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা । শহরের মানুষের কাছে সেদিন যেটা ছিল মজার, উপকূলবর্তী এলাকার মানুষের কাছে সেদিন ছিল বাঁচার লড়াই । আজ করোনা ভাইরাস আমাদের কাছে বেঁচে থাকার লড়াই । ইতিমধ্যে, অর্থনীতি চরম সংকটের সম্মুখীন হয়েছে । দিন আনে দিন খায় বা ব্যবসায়ীদের কাছে এটা উভয় সংকটের । ঘরের বাইরে গেলে করোনার থাবা, ঘরে থাকলে ভাতের যোগানে বাধা । তাই, অনেকে হয়তো বুঝতে না পেরে করোনা নিয়ে জোকস্, ট্রোল করছেন কিন্তু বৃহত্তর মানুষের কাছে সেটা নিষ্ঠুর রসিকতা । করোনা এমন একটা ঘাতক যে কাউকেই ছাড়বেনা যদিনা সচেতন হই সবাই তাই সকলে সতর্ক হোন এবং অপরকে সতর্ক করুন এবং লক ডাউন মেনে চলুন যাতে মৃত্যুমিছিল রোধ করা যায় । একসময় হাতে হাত মিলিয়ে লড়াই করেছি, আজ হাত দূরে রেখে লড়াই করতে হবে । এই লড়াই ঘরে থেকে লড়াই । অহেতুক, রাজনৈতিক মন্তব্য এবং নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন । ইতিমধ্যে, খাদ্যের যোগানে ঘাটতি পড়েছে , আক্রান্তর সংখ্যাও বাড়ছে । সাতদিন সবাই লক ডাউন ও নিয়মকানুন মেনে চললে স্টেজ টু এ আটকে দেওয়া যাবে । স্টেজ থ্রি ভয়ঙ্কর ! অতি ভয়ঙ্কর । " ভারত নিউজ । অনলাইন নিউজ । মানুষের পাশে । সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরবে । "
Subscribe to:
Post Comments (Atom)
বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।
কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...

-
কার্বোনারি আন্দোলন - এটি একটি গুপ্ত বিপ্লবী সমিতি । এরা গুপ্তহত্যা ও সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ইতালির ঐক্যসাধনের স্বপ্ন দেখতো । তারা...
No comments:
Post a Comment