ভারত নিউজ : পাঁশকুড়া পুরসভায় লক ডাউন হয়নি । সচেতন নাগরিকেরা আইন হোক নাহোক দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করছেন । কিন্তু এক শ্রেণীর নাগরিক হয় বিপদ বুঝতে পারছেননা নাহয় ডোন্ট কেয়ার মনোভাব দেখাচ্ছেন । লক ডাউন না থাকায় প্রশাসন বলপ্রয়োগ করতে পারছেননা । চায়ের দোকানে কেউ ভিড় করছেন , কেউ রাস্তাঘাটে গায়ে গায়ে যাচ্ছেন । এমনকি, পি ডব্লিউ ডি মাঠেও অনেকে খেলার অনুশীলন করছেন । তাদের এইসমস্ত কাজকারবারে অনেকেই হতবাক । তাই, অনেকেই বলছেন পাঁশকুড়াকে মড়ক আর মহামারি থেকে রক্ষা করতে লক ডাউন করা হোক । তারজন্য সাময়িক সমস্যা হলেও সেটা তাঁরা মেনে নেবেন । পাঁশকুড়ার বিশিষ্ট্য আবৃত্তিকার সৌরেন চট্টোপাধ্যায় ফেসবুকে লক ডাউনের কথা বলেছেন । সমাজকর্মী অঞ্জন মন্ডল মাঠে খেলার অনুশীলন চলতে দেখে উষ্মা প্রকাশ করেছেন । পাঁশকুড়ার নেতৃবৃন্দ ও প্রশাসকরা কড়া হাতে মোকাবিলা না করলে পরিস্হিতি সংকটজনক হতে পারে । আসলে, একশ্রেণীর মানুষ কঠোর আইন ছাড়া নিয়ম মেনে চলতে চায়না ।
ভারত নিউজ , অনলাইন নিউজ, সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME , GOVT. OF INDIA ), MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) .
Subscribe to:
Post Comments (Atom)
বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।
কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...

-
কার্বোনারি আন্দোলন - এটি একটি গুপ্ত বিপ্লবী সমিতি । এরা গুপ্তহত্যা ও সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ইতালির ঐক্যসাধনের স্বপ্ন দেখতো । তারা...
-
বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে মূর্তিতে মাল্যদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন বিরসা দরিদ্র মানুষের ত্রাণকর্তা ছিলেন , সমাজের ...
No comments:
Post a Comment